‘সুপার লিগ খেলে কেউ বিশ্বকাপে নিষিদ্ধ হবে না’

উয়েফার কড়া হুঁশিয়ারি, ইউরোপিয়ান সুপার লিগে খেললে ঘরোয়া-আন্তর্জাতিক সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে সংশ্লিষ্ট সব ক্লাব-ফুটবলারকে। তবে সেই হুমকিকে পাত্তাই দিলেন না ফ্লোরেন্তিনো পেরেস। সুপার লিগের প্রথম চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট শতভাগ নিশ্চয়তা দিলেন, এসব শুধু ভয় দেখাতেই বলা হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 07:48 AM
Updated : 20 April 2021, 05:25 PM

ইউরোপের ১২ দল রোববার রাতে সুপার লিগের ঘোষণা দেওয়ার পর সোমবার কড়া প্রতিক্রিয়ায় উয়েফা জানায়, তারা সবাইকে নিয়ে এই লিগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন জানিয়ে দেন, এই লিগে অংশ নেওয়া ফুটবলারদের জাতীয় দলে খেলতে দেওয়া হবে না।

তবে সোমবার রাতেই স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগিতো দে হুগোনেস’-এ সাক্ষাৎকারে এই শঙ্কা উড়িয়ে দেন পেরেস।

“ আমি নিশ্চিত করে বলছি, উয়েফা এসব শুধু ভয় দেখাতে বলছে। আমাদের ফুটবলারদের বিশ্বকাপ খেলা আটকানো যাবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি। তারা (ফুটবলার) শতভাগ নিশ্চিন্ত থাকতে পারে।”

সুপার লিগে যোগ দেওয়ায় চলতি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে বাদ দেওয়া হতে পারে বলে যে গুঞ্জণ, সেটিরও কোনো ভিত্তি দেখছেন না পেরেস।

“ চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা আমাদের বাদ দেবে? কোনোভাবেই সম্ভব নয়। আমি শতভাগ নিশ্চয়তা নিতে পারি, তারা পারবে না।”