রিয়াল সবসময় আরও চায়: জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2021 05:50 PM BdST Updated: 15 Apr 2021 06:05 PM BdST
-
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
-
দারুণ সব সেভে রিয়াল মাদ্রিদের জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
কঠিন পরিস্থিতিতে চোটজর্জর দল নিয়ে লিভারপুলকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে দল। সামনে এবার ফাইনালের হাতছানি। অ্যানফিল্ডের কঠিন চ্যালেঞ্জ উতরে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বললেন, তার দল এখন আরও ক্ষুধার্ত।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ আটের ফিরতি লেগে লিভারপুলের মাঠে বুধবার গোলশূন্য ড্র করে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠে জিদানের দল।
ফিরতি লেগে অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলাতেই কেটে যায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির। দারুণ সব সেভে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
ম্যাচ শেষে জিদান বলেন, তিনি জানতেন প্রতিপক্ষের মাঠে শুরুতে ভুগতে হবে তাদের।
“জানতাম, আমাদের ভুগতে হবে। লিভারপুল যে প্রথম ১৫ মিনিট খুব চাপ তৈরি করবে, তা আমরা আগেই ভেবেছিলাম। এটাই স্বাভাবিক। কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল।”

দারুণ সব সেভে রিয়াল মাদ্রিদের জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
শেষ চারে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চেলসি। কিছুটা বিশ্রাম নিয়ে লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফরাসি কোচের কণ্ঠে।
“আমরা এখনও কিছুই জিতিনি, তবে আমরা এখনও দুটি প্রতিযোগিতায় টিকে আছি।”
“আমরা একটু বিশ্রাম নেব কারণ চেলসি ম্যাচের আগে আমাদের আরও ম্যাচ আছে।”
চেলসির বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে রিয়াল, আগামী ২৭ এপ্রিল। এর আগে লিগে জিদানের দল খেলবে গেতাফে (আগামী রোববার), কাদিস ও রিয়াল বেতিসের বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট