রিয়াল সবসময় আরও চায়: জিদান

কঠিন পরিস্থিতিতে চোটজর্জর দল নিয়ে লিভারপুলকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে দল। সামনে এবার ফাইনালের হাতছানি। অ্যানফিল্ডের কঠিন চ্যালেঞ্জ উতরে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বললেন, তার দল এখন আরও ক্ষুধার্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 11:50 AM
Updated : 15 April 2021, 12:05 PM

ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ আটের ফিরতি লেগে লিভারপুলের মাঠে বুধবার গোলশূন্য ড্র করে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠে জিদানের দল।

ফিরতি লেগে অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলাতেই কেটে যায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির। দারুণ সব সেভে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচ শেষে জিদান বলেন, তিনি জানতেন প্রতিপক্ষের মাঠে শুরুতে ভুগতে হবে তাদের।

“জানতাম, আমাদের ভুগতে হবে। লিভারপুল যে প্রথম ১৫ মিনিট খুব চাপ তৈরি করবে, তা আমরা আগেই ভেবেছিলাম। এটাই স্বাভাবিক। কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল।”

দারুণ সব সেভে রিয়াল মাদ্রিদের জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

“শেষ পর্যন্ত আমরা এগিয়ে গেছি, এজন্য আমরা খুশি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই দল সবসময় ঘুরে দাঁড়ায় এবং আরও চায়।”

শেষ চারে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চেলসি। কিছুটা বিশ্রাম নিয়ে লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফরাসি কোচের কণ্ঠে।

“আমরা এখনও কিছুই জিতিনি, তবে আমরা এখনও দুটি প্রতিযোগিতায় টিকে আছি।”

“আমরা একটু বিশ্রাম নেব কারণ চেলসি ম্যাচের আগে আমাদের আরও ম্যাচ আছে।”

চেলসির বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে রিয়াল, আগামী ২৭ এপ্রিল। এর আগে লিগে জিদানের দল খেলবে গেতাফে (আগামী রোববার), কাদিস ও রিয়াল বেতিসের বিপক্ষে।