রিয়ালের টিম বাসে হামলা: পুলিশি তদন্ত শুরু

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বহনকারী বাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনা করেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগের এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্সিসাইড পুলিশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 09:51 AM
Updated : 15 April 2021, 09:51 AM

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে যাওয়ার পথে হামলার শিকার হয় করিম বেনজেমা-টনি ক্রুসদের বহনকারী বাস। বুধবার শেষ আটের ফিরতি পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ে প্রতিযোগিতার সেমি-ফাইনালে যায় রিয়াল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, লিভারপুলের সমর্থকরা রিয়ালের খেলোয়াড়দের বহনকারী বাসকে লক্ষ্য করে ধোঁয়ার কুন্ডলী ও আগুনের ফোয়ারা তৈরি করছে। আরেক ভিডিওতে বাসের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

ওই দিনই এক বিবৃতিতে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় স্থানীয় পুলিশ। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানানো হয়।

স্প্যানিশ প্রতিপক্ষের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।

“আমরা দ্ব্যর্থহীনভাবে এর তীব্র নিন্দা জানাই। এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং কিছু লোকের করা লজ্জাজনক আচরণ।”