১০ ম্যাচ নিষিদ্ধ স্লাভিয়ার কুডেলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2021 11:17 PM BdST Updated: 14 Apr 2021 11:17 PM BdST
-
উয়েফা ইউরোপা লিগে রেঞ্জার্স-স্লাভিয়া প্রাহার ম্যাচের উত্তেজনাকর এক মুহূর্ত।
বর্ণবাদী আচরণের দায়ে স্লাভিয়া প্রাহার ডিফেন্ডার অন্দ্রে কুডেলাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের সেই ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া রেঞ্জার্সের মিডফিল্ডার গ্লেন কামারাকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচ।
কামারার অপরাধ, ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় টানেলে কুডেলাকে আক্রমণ করেছিলেন তিনি।
গত মার্চে প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি স্কটিশ দলটির মাঠে ২-০ গোলে জেতে স্লাভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে ওঠে চেক রিপাবলিকের দলটি।
সেই ম্যাচেই এক চ্যালেঞ্জে স্লাভিয়া গোলরক্ষক অন্দ্রে কোলারের মাথায় বুট দিয়ে আঘাত করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেঞ্জার্সের স্ট্রাইকার কেমার রুফ।
দলের খেলোয়াড়দের ঠিকমতো সামাল দিতে না পারায় বুধবারের এক বিবৃতিতে রেঞ্জার্সকে ৯ হাজার ইউরো জরিমানা করার কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
উত্তেজনাকর ওই ম্যাচে রুফ ছাড়াও রেঞ্জার্সের আরও এক খেলোয়াড় দেখেন লাল কার্ড, হলুদ কার্ড দেখেন তিন জন।
এই ম্যাচের বর্ণবাদী আচরণ ও আক্রমণের ঘটনার পৃথক তদন্ত করছে স্কটল্যান্ডের পুলিশও।
এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন কুডেলা। তার দাবি, তিনি কামারার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেননি।
উয়েফার তদন্ত চলাকালীন সময়ে আগে থেকেই এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন কুডেলা। যে কারণে শেষ আটের প্রথম লেগে আর্সেনালের মাঠে স্লাভিয়ার ১-১ ড্র ম্যাচে খেলতে পারেননি তিনি।
স্লাভিয়ার হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ও চেক রিপাবলিকের হয়ে আসছে ইউরোয় পরের ৯ ম্যাচ খেলতে পারবেন না কুডেলা।
তবে কামারা ও রুফের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কেবল রেঞ্জার্সের ইউরোপিয়ান প্রতিযোগিতার ম্যাচগুলোর জন্য।
ওই ম্যাচের পর থেকে দলের বিভিন্ন খেলোয়াড় অনলাইনে বর্ণবাদের শিকার হচ্ছেন বলে বুধবার দাবি করে রেঞ্জার্স।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী