বার্সার ‘নতুন এতো’ দেম্বেলে

বার্সেলোনায় নতুন ভূমিকার সঙ্গে নতুন নাম পেয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড জানালেন, ড্রেসিংরুমে তাকে সামুয়েল এতো বলে ডাকেন তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 09:58 AM
Updated : 12 April 2021, 09:58 AM

কাতালান ক্লাবটিতে বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন দেম্বেলে। চলতি মৌসুমে বেশ ছন্দে আছেন তিনি। বদলে গেছে তার পজিশনও। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া আনসু ফাতির জায়গায় এখন তাকে মূল স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন কোচ রোনাল্ড কুমান।
 
এ কারণেই মূলত সতীর্থরা তাকে ওই নাম দিয়েছে, বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বললেন দেম্বেলে।      
 
 “এখন আমি স্ট্রাইকার হিসেবে খেলছি, তারা ড্রেসিংরুমে আমাকে সামুয়েল এতো বলে ডাকে।"
 
ক্যামেরুনের স্ট্রাইকার এতো বার্সেলোনায় ২০০৪-০৫ থেকে খেলেন পাঁচ মৌসুম। কাম্প নউয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ জেতেন বেশ কিছু শিরোপা। দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৪ ম্যাচে করেন ১০৮ গোল।  
 
২০১৭ সালে নেইমার কাম্প নউ ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শূন্যতা পূরণে দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। কিন্তু একের পর এক চোটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি দেম্বেলে। অনেকটা সময় ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমে সেই চিত্র অনেকটাই পাল্টেছে।
 
বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত। চুক্তি নবায়ন করবেন নাকি মেয়াদ শেষে চলে যাবেন দেম্বেলে?

“চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তবে এখানে আমি ভালো অনুভব করছি।”