জিদানের আশা, এটাই শেষ ক্লাসিকো নয় মেসির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2021 10:07 PM BdST Updated: 09 Apr 2021 11:16 PM BdST
-
(বাঁ থেকে) রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।
বার্সেলোনায় লিওনেল মেসি থাকার কারণে টান পড়েছে রিয়াল মাদ্রিদের সাফল্যে, সের্হিও রামোসের এমন উপলব্ধির প্রমাণ মেলে পরিসংখ্যানেও। তারপরও, ভবিষ্যতে চিরপ্রতিদ্বন্দ্বী দলেই আর্জেন্টাইন তারকাকে দেখতে চান সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির কোচ জিনেদিন জিদান।
গত মৌসুম শেষে ক্লাব ছাড়তে চাওয়া মেসি পরে অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। তবে চলতি মৌসুম শেষে আর কোনো বাধ্যবাধকতা থাকছে না, শেষ হবে বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ। যদিও দ্বিতীয় মেয়াদে কাতালান ক্লাবটির সভাপতি হয়ে আসা হুয়ান লাপোর্তা আশাবাদী, কাম্প নউয়ে থেকে যাবেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
মৌসুমে দ্বিতীয় ক্লাসিকোয় শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে লা লিগার ম্যাচটি।
সব অনুরোধ উপেক্ষা করে শেষ পর্যন্ত মেসি যদি মৌসুম শেষে অন্য কোনো দলে চলেই যান, তাহলে এটাই কি হতে যাচ্ছে তার শেষ ক্লাসিকো? শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের ভাবনা জানালেন জিদান।
“আশা করি, এমনটা হবে না। আমি চাই সে বার্সেলোনাতেই থাকুক, স্প্যানিশ লিগের জন্য এটা ভালো।”
লিগের জন্য ভালো হলেও রিয়ালের জন্য অবশ্য মেসির বার্সেলোনায় থাকাটা খারাপই হয়েছে। দুই দলের সাফল্যে বড় পার্থক্যই যার প্রমাণ। ২০০৪-০৫ মৌসুম থেকে রিয়াল লা লিগার শিরোপা জিতেছে পাঁচটি। স্পেনের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা দেল রের শিরোপা জিতেছে মাত্র দুটি। স্প্যানিশ সুপার কাপ বের্নাবেউয়ে গেছে চারবার।
অন্য দিকে এই সময়ে ১০টি লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা। কোপা দেল রের রেকর্ড ৩০ শিরোপার ৬টি জিতেছে এই সময়ে। সঙ্গে ৮ বার জিতেছে স্প্যানিশ সুপার কাপ। আর এই ব্যবধানে মেসিই যে সবচেয়ে বড় কারণ, তা বলার অপেক্ষা রাখে না। তারপরও জিদান চান, কাম্প নউয়েই থাকুক মেসি।
যেকোনো ম্যাচে একাই পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে তার। তবে বার্সেলোনার বিপক্ষে জিততে হলে কেবল মেসি নয়, প্রতিপক্ষের সবার দিকেই নজর রাখতে হবে বলে মনে করেন জিদান।
“আমরা জানি, সে কেমন মানের খেলোয়াড়। তবে তারা খুব ভালো দল এবং আমাদের চেষ্টা করতে হবে, তারা যেন নিজেদের পূর্ণশক্তিতে মেলে ধরতে না পারে।”
বার্সেলোনা অধিনায়কের মতো রিয়াল অধিনায়ক সের্হিও রামোসেরও চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে একই সময়ে। চোটের কারণে শনিবারের ম্যাচে খেলা হচ্ছে না তার। তাহলে কি শেষ ক্লাসিকো খেলে ফেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার? জিদানের আশা, রিয়ালের হয়ে সামনে আরও অনেক ক্লাসিকো খেলবেন রামোস।
“আশা করি, সে (রামোস) তার শেষ ক্লাসিকো খেলে ফেলেনি। আগামীকাল (শনিবার) সে খেলার মতো অবস্থায় থাকবে না। আশা করি, সে এখানেই থাকবে।”
এই ম্যাচে আরেক সেন্টার ব্যাক রাফায়েল ভারানেকেও পাচ্ছেন না জিদান। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন এই ফরাসি ডিফেন্ডার। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন দানি কারভাহাল ও এদেন আজার।
২৯ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে শিরোপাধারী রিয়াল। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ, ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বার্সেলোনা। শিরোপা নির্ধারণে এই ম্যাচের ফল তাই ফেলতে পারে অনেক বড় প্রভাব।
“ম্যাচে হার কিংবা হারলে কি হবে, সেসব নিয়ে আমি ভাবছি না… ম্যাচ শেষে পরিস্থিতি কি দাঁড়ায় তখন দেখব। ম্যাচে আমরা নিজেদের উজাড় করে দেব। আমরা ইতিবাচক আছি এবং নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ