বার্সাকে হারাতে কি করণীয়, বললেন বেনজেমা

মৌসুমের শুরুর দিকের ব্যর্থতা কাটিয়ে উঠেছে দুই দলই। বার্সেলোনা তো রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের আগে তাই নানা কৌশল নিয়ে ভাবছেন করিম বেনজেমা। অনেক ভেবে ফরাসি তারকা সতীর্থদের জানালেন করণীয়। প্রতিপক্ষ যে জায়গায় বরাবর শক্তিশালী সেই বল দখলে আধিপত্য ধরে রেখে সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2021, 01:41 PM
Updated : 9 April 2021, 05:17 PM

মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে এবারের লা লিগায় দ্বিতীয় ক্লাসিকো শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়। গত অক্টোবরে আসরের প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছিল রিয়াল।

তবে প্রথম ১০ রাউন্ডের চারটিতে হারা বার্সেলোনা এবার দারুণ আত্মবিশ্বাস নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে যাচ্ছে। লিগে শেষ ১৯ ম্যাচে অপরাজিত তারা; এর মধ্যে টানা ৬টিসহ ১৬টি জয়।

পয়েন্ট তালিকার সেরা তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ৩। ২৯ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ, ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে শিরোপাধারী রিয়াল।

শিরোপা নির্ধারণে এই ম্যাচের ফল তাই ফেলতে পারে অনেক বড় প্রভাব। ম্যাচটাকে তাই ‘ফাইনাল’ হিসেবে নেওয়া এই স্ট্রাইকার বাতলে দিলেন এই ম্যাচে নিজেদের করণীয়ও।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা মাঠে কি করতে সক্ষম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কি কৌশলে খেলব। তারা কী করবে, তাতে মনোযোগ দেওয়ার কিছু নেই। আমরা যখন তাদের ওপর চাপ দেব তখন সেটা যতটা সম্ভব প্রবল হতে হবে। আর যখন আমরা বল পাব তখন লম্বা সময় এর দখল রাখতে হবে, কারণ বলের পেছনে ছোটা তারা পছন্দ করে না।”

জয়ের ধারায় আছে রিয়ালও; গত তিন ম্যাচসহ শেষ ৯ রাউন্ডের সাতটিতেই জিতেছে তারা, বাকি দুটি ড্র। আর দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রেখে চলেছেন বেনজেমা। লিগে এখন পর্যন্ত করেছেন ১৮ গোলে, সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৩৩ বছর বয়সী তারকার গোল ২৪টি।

আসছে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করতে আত্মবিশ্বাসী বেনজেমা।

“আমার কাছে তো বটেই, সবার কাছেই এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ম্যাচ। এই কারণে এই ম্যাচে গোল করাটা হবে বিশেষ কিছু।”