ক্লাসিকো দিয়ে ফিরছেন পিকে-রবের্তো

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে দারুণ এক সুখবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের দলে ফিরেছেন জেরার্দ পিকে ও সের্হি রবের্তো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2021, 12:53 PM
Updated : 9 April 2021, 05:17 PM

হাঁটুর চোটে তিন মাস মাঠের বাইরে থাকার পর গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ফিরেছিলেন পিকে। কিন্তু গত মাসের শুরতে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে সেভিয়ার বিপক্ষে হাঁটুতে আবারও চোট পান স্প্যানিশ এই ডিফেন্ডার।

এই মৌসুমে সব মিলিয়ে পিকে খেলতে পেরেছেন কেবল ১৫ ম্যাচ। চোটের সঙ্গে লড়াইয়ে জিতে আরেক দফায় তিনি ফিরতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে।

গত নভেম্বরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ রাইট-ব্যাক রবের্তো। সে সময়ই বার্সেলোনা জানিয়েছিল, তাকে দুই মাস থাকতে হবে মাঠের বাইরে।

এরপর জানুয়ারিতে মাঠে ফিরেন তিনি। কিন্তু আবারও চোটে পড়ে তাকে ছিটকে যেতে হয়। এবার চোট পান তিনি ঊরুতে। মাঝে ডিসেম্বরে করোনাভাইরাস পজিটিভও হয়েছিলেন রবের্তো।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত একটায় রিয়াল মাদ্রিদের মাঠে শুরু হবে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকো ম্যাচটি।

এই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে দুই দলের সামনেই। ২৯ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে আছে আতলেতিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।