করোনাভাইরাস: পেছাল ফরাসি ওপেন

করোনাভাইরাস পরিস্থিতিতে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ফরাসি ওপেন। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ মে শুরু হবে টেনিসের মেজর এই টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2021, 01:45 PM
Updated : 8 April 2021, 02:35 PM

ফরাসি টেনিস ফেডারেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানায়।

ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের গত আসর পিছিয়ে গিয়েছিল চার মাস। এবারের আসর শেষ হবে ১৩ জুন, উইম্বলডন শুরুর দুই সপ্তাহ আগে। ফরাসি ওপেন পেছালেও উইম্বলডন শুরুর তারিখ পরিবর্তন করা হবে না বলে জানানো হয়েছে।

টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় আরও বেশি দর্শক ফেরানো যাবে বলে আশা করছে ফরাসি ওপেন কর্তৃপক্ষ। রোলাঁ গাঁরোয় গত বছর প্রতি দিন এক হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।