আবারও ২ ম্যাচ নিষিদ্ধ নেইমার

লিলের বিপক্ষে লাল কার্ড দেখা নেইমারকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচে। লিগ ওয়ানে স্ত্রাসবুর ও সাঁত এতিয়েনের বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাবে না পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2021, 09:16 AM
Updated : 8 April 2021, 02:45 PM

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে গত শনিবার লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। সেই ঘটনায় বুধবার তার শাস্তির কথা জানায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে মাঠে ছড়ায় উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি।

ফরাসি লিগ কর্তৃপক্ষ নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে, তবে স্থগিত থাকবে এক ম্যাচের শাস্তি।

আগামী শনিবার স্ত্রাসবুরের মাঠে খেলবে পিএসজি। আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাঁত এতিয়েন।

নেইমার মতো একই শাস্তি পেয়েছেন তিয়াগোও।

দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে ওই ম্যাচ দিয়েই লিগ ওয়ানে শুরুর একাদশে ফিরেছিলেন নেইমার। দলের পরাজয়ের পাশাপাশি তার জন্য ব্যক্তিগতভাবেও ম্যাচটি শেষ হয় চরম হতাশায়; প্রতিযোগিতায় সবশেষ ১৫ ম্যাচে তৃতীয়বারের মতো লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা।

গত সেপ্টেম্বরেও মার্সেইয়ের বিপক্ষে একটি ফাউলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।