পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত করেছে ফিফা। আর সরকারি হস্তক্ষেপের কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আফ্রিকার দেশ চাদের ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2021, 09:49 AM
Updated : 7 April 2021, 09:49 AM

এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা ‘নরমালাইজেশন কমিটির’ কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয় বলে স্থানীয় গণমাধ্যমের খবর।

তারা যেভাবে ‘জোর করে দায়িত্ব নিয়েছে’ তা আইনের মারাত্মক লঙ্ঘন আর একারণেই সংস্থাটিকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় ফিফা।

২০১৭ সালেও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছিল ফিফা।

আফ্রিকার দেশ চাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনে হস্তক্ষেপ করায় তাদের সদস্যপদ স্থগিত করে ফিফা। একই কারণে গত মাসে তাদেরকে আফ্রিকা নেশন্স কাপে অযোগ্য ঘোষণা করেছিল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।