লিভারপুল ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে আরেকটি বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 01:25 PM
Updated : 6 April 2021, 01:25 PM

স্প্যানিশ চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে এই ফরাসি ফুটবলারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায়।

ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের প্রথম লেগে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে, শনিবার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ও ১৪ এপ্রিল লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগে তাকে পাবে না রিয়াল।

চোটের কারণে আগেই মাঠের বাইরে ছিটকে গেছেন আরেক সেন্টার-ব্যাক সের্হিও রামোস। এবার ভারানেও বাইরে যাওয়ায় রিয়াল কোচ জিনেদিন জিদানের দুর্ভাবনা বাড়ল। চলতি মৌসুমে এর আগে মাত্র তিন ম্যাচে খেলতে পারেননি ভারানে।

জিদানের হাতে এখন সেন্টার-ব্যাক পজিশনের বিকল্প হিসেবে আছেন কেবল নাচো ফের্নান্দেস ও এদের মিলিতাও। এর মধ্যে লা লিগায় নিষেধাজ্ঞা থেকে মাত্র একটি হলুদ কার্ড দূরে আছেন নাচো।

আগে থেকে বাইরে থাকা এদেন আজার ও দানি কারভাহালকেও পাচ্ছে না রিয়াল। আলফ্রেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।