বায়ার্ন ম্যাচের আগে পিএসজির আরেক ধাক্কা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 03:43 PM BdST Updated: 05 Apr 2021 03:43 PM BdST
-
আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি। ছবি: পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে আরেকটি ধাক্কা খেল পিএসজি। মার্কো ভেরাত্তির পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি।
ফরাসি চ্যাম্পিয়নরা সোমবার টুইটারে ৩০ বছর বয়সী এই ইতালিয়ান ডিফেন্ডারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায়। গত শুক্রবার মিডফিল্ডার ভেরাত্তির আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল তারা।
ফ্রান্সে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। তাই স্বাভাবিকভাবে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের প্রথম লেগে আগামী বুধবার বায়ার্নের মাঠে ভেরাত্তি ও ফ্লোরেন্সিকে পাবে না পিএসজি।
অন্যদিকে, বায়ার্ন এই ম্যাচে তো বটেই, ফিরতি পর্বেও দলের সেরা তারকা রবের্ত লেভানদোভস্কিকে পাচ্ছে না। ডান হাঁটুর চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা এই পোলিশ ফরোয়ার্ড।
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত