গ্রিজমানের গোলে জিতল ফ্রান্স

আক্রমণভাগের ব্যর্থতায় আবার হোঁচট খেতে বসেছিল ফ্রান্স। দারুণ হেডে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে দলকে পথ দেখালেন অঁতোয়ান গ্রিজমান। বার্সেলোনার এই ফরোয়ার্ডের গোলে বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে দিদিয়ে দেশমের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 08:40 PM
Updated : 31 March 2021, 09:27 PM

সারায়েভোয় বুধবার রাতে ‘ডি’ গ্রুপের খেলায় ১-০ গোলে জিতেছে ফ্রান্স।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আগের ম্যাচে কাজাখস্থানকে ২-০ গোলে হারানো ফ্রান্স। অন্য দিকে রক্ষণ দৃঢ় করে প্রতি আক্রমণে গোল আদায়ের চেষ্টা করে বসনিয়া।

বল নিয়ন্ত্রণে ও আক্রমণে অনেক এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু বারবারই খেই হারিয়েছে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। চতুর্দশ মিনিটে তাদের প্রথম কোনো চেষ্টা থাকে লক্ষ্যে। কিংসলে কুমানের হেড দ্বিতীয় চেষ্টায় নিয়ন্ত্রণে নেন বসনিয়া গোলরক্ষক।

প্রতি আক্রমণ থেকে ২৩ ও ২৫তম মিনিটে সুযোগ আসে বসনিয়ার সামনে। কিন্তু উগো লরিসকে ফাঁকি দিতে পারেনি স্বাগতিকরা।

৪১তম মিনিটে আবার সুযোগ আসে। কিন্তু ডি বক্সে কাউকে খুঁজে নিতে পারেননি সেয়াদ কোলাশিনাচ। তার লক্ষ্যহীন ক্রসে নষ্ট হয়ে যায় চমৎকার একটি সুযোগ।

৬০তম মিনিটে গ্রিজমানের নৈপুণ্যে শেষ হয় ফ্রান্সের অপেক্ষা। আদ্রিওঁ রাবিওর ক্রসে মার্কারকে এড়িয়ে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। 

চার মিনিট পরেই দ্বিগুণ হতে পারত ব্যবধান। প্রেসনেল কিম্পেম্বের ক্রসে একটুর জন্য হেড লক্ষ্য রাখতে পারেননি অলিভিয়ে জিরুদ।

শেষ দিকে সমতা আনার দুটি সুযোগ এসেছিল বসনিয়ার সামনে। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।