বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম ব্যক্তিগত সোনা নৌবাহিনীর ইমতিয়াজের

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার। তবে এর আগেই কিছু ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেছে। প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতেছেন ফেন্সিংয়ের মো. ইমতিয়াজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 02:26 PM
Updated : 31 March 2021, 02:26 PM

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ফেন্সিংয়ের ইপি ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাগর খানকে হারিয়ে সেরা হন ইমতিয়াজ। দুটি ব্রোঞ্জপদক পেয়েছেন আনসারের শরিফুল ইসলাম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবদুর রহিম।

প্রতিযোগিতার প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি এখন টোকিও অলিম্পিকের বাছাইয়ে।

“বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাইপর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।”

গেমসের প্রথম দলীয় সোনার পদকের নিষ্পত্তি হয় নারী ক্রিকেটে। বাংলাদেশ সবুজ দলকে হারিয়ে সেরা হয়েছিল বাংলাদেশ নীল দল।