দ্রুত ফেরার সম্ভাবনা নেই কৌতিনিয়োর

আশানুরূপ সময়ের মধ্যে হাঁটুর চোট কাটিয়ে ফেরা হচ্ছে না বার্সেলোনার ফিলিপে কৌতিনিয়োর। চিকিৎসার জন্য দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2021, 09:53 AM
Updated : 30 March 2021, 12:11 PM

চিকিৎসার পরবর্তী ধাপ চালিয়ে নিতে ২৮ বছর বয়সী এই তারকার ব্রাজিল যাওয়ার বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় কাতালান ক্লাবটি।

গত ২৯ ডিসেম্বর লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে বাঁ হাটুতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কৌতিনিয়ো। এরপর ২ জানুয়ারি তার অস্ত্রোপচার হয়। তিন মাসের মধ্যে তার মাঠের ফেরার সম্ভাবনার কথা বলা হয়েছিল গণমাধ্যমে।

হাঁটুর বর্তমান অবস্থা পরীক্ষার জন্য সম্প্রতি কাতারে গিয়েছিলেন কৌতিনিয়ো। স্প্যানিশ গণমাধ্যমের গুঞ্জন, আবারও অস্ত্রোপচার করা লাগতে পারে। তবে এই ধরনের খবর উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

তবে, চলতি মৌসুমে কৌতিনিয়োর মাঠে ফেরার সম্ভাবনা ফিকে হয়ে গেছে।

দলটির আরেক ফুটবলার আনসু ফাতির অবস্থাও প্রায় একই রকম। গত নভেম্বরের শুরুর দিকে হাঁটুতে চোট পেয়ে এই ফরোয়ার্ডের চার মাসের জন্য ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তার সেরে ওঠা নিয়ে এখনও তেমন খবর পাওয়া যায়নি।