নেপালের বিপক্ষেও গোল পেল না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2021 07:44 PM BdST Updated: 27 Mar 2021 08:21 PM BdST
একাদশ নিয়ে যথারীতি পরীক্ষা-নিরীক্ষা করলেন জেমি ডে। আমূল বদলে সাজালেন নেপাল ম্যাচের দল। তবে গোল ও জয়, মিলল না কোনোটাই। ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় নেপাল-বাংলাদেশ ম্যাচটি শেষ হয়েছে সমতায়।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আগেই ফাইনাল নিশ্চিত হওয়া বাংলাদেশের একটি করে জয় ও ড্রয়ে পয়েন্ট ৪। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হলো নেপাল। ছিটকে গেল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।
কিরগিজদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল বাংলাদেশ। একই দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল নেপাল।
প্রথম ম্যাচের শুরুর একাদশ পুরোপুরি বদলে নেপালের বিপক্ষে দল সাজান ডে। পোস্টের নিচের আনিসুর রহমান জিকোর বদলে শহিদুল আলম সোহেলকে দেন দায়িত্ব। জাতীয় দলের জার্সিতে অভিষেক হলো ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসানের। চোটে বিশ্বনাথ ঘোষ ছিটকে পড়ায় ইমনের অভিষেকের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন কোচ।
আক্রমণভাগে আগের ম্যাচেও মেহেদী হাসান রয়েল, মতিন মিয়া ও সাদ উদ্দিন দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল। এবার এই দায়িত্ব পান লিগে ছয়টি করে গোল করা সুমন রেজা ও মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে মাহবুবুর রহমান সুফিল। রাকিব হোসেন ফিরেন মিডফিল্ডের ভূমিকায়। আগের ম্যাচে বদলি নামা জামাল ভূইয়া এবার শুরু থেকেই ছিলেন অধিনায়কের আর্ম ব্যান্ড পরে।
শক্তিশালী দল সাজালেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৩৬তম মিনিটে প্রথম ভালো আক্রমণে যায় তারা। জামালের ফ্রি কিকে মানিক হোসেন মোল্লার দুটি হেড প্রতিহত হয় রক্ষণে। মেহেদী হাসানের ফিরতি শটও উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
একটু পর জামালের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য যায় ক্রসবারের উপর দিয়ে।
৫৬তম মিনিটে রিয়াদুল হাসান রাফি ও জামালকে তুলে হাবিবুর রহমান সোহাগ ও টুটুল হোসেন বাদশাকে নামান কোচ। মিনিট দশেক পর সুমন ও রাকিবকে তুলে নামান মেহেদী হাসান রয়েল ও বিপলু আহমেদকে।
৭৭তম মিনিটে বিপলুর ছোট পাস ধরে ইয়াসিন আরাফাতের ক্রসে আব্দুল্লাহ ঠিকঠাক হেড নিতে পারেননি। এরপর রয়েলের দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকান গোলরক্ষক।
৮১তম মিনিটে পোস্টের নিচে প্রথম শক্ত পরীক্ষার মুখোমুখি হন সোহেল। দর্শন গুরংয়ের হেড লাফিয়ে গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারের বাইরের দিকে লেগে বেরিয়ে যায়।
দুই ম্যাচে বাংলাদেশ কোনো গোল হজম করেনি; কোনো গোল দিতেও পারেনি। একই অবস্থা নেপালেরও।
নেপালের বিপক্ষে এ নিয়ে টানা দ্বিতীয় ড্র করল বাংলাদেশ। গত নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচের সিরিজের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র।
-
এক বছরের চুক্তিতে লস এঞ্জেলসে বেল
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’