নেপালের বিপক্ষে গোল চায় বাংলাদেশ

শুরুটা কাঙ্ক্ষিত জয়ে হয়েছে; কিন্তু গোলের দেখা মেলেনি। নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে তাই গোল চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2021, 01:44 PM
Updated : 25 March 2021, 01:44 PM

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

আগামী শনিবার নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জেমি ডের দল। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড সাদ উদ্দিন জানালেন প্রতিযোগিতার স্বাগতিকদের বিপক্ষে গোল পাওয়ার লক্ষ্য।

“রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সবগুলো নিয়েই আমাদের কাজ হচ্ছে। আগে আমরা প্রতি-আক্রমণ নির্ভর খেলতাম, এখন আমরা বিল্ড আপ খেলতে চাইছি। ভালো একটা আক্রমণ থেকে যেন আমরা গোল পাই, সেই চেষ্টা করছি।”

“ফিনিশিং নিয়ে কোচ কাজ করছেন। আজকের অনুশীলনে ক্রসিং, পুশিং এগুলো নিয়ে কাজ হয়েছে। আশা করি, পরের ম্যাচে গোল আসবে।”

গত নভেম্বরে নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচের সিরিজে একটিতে জিতেছিল বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে প্রথম ম্যাচ ২-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল দল।

আগামী জুনের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে নেপালে এই টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র ম্যাচে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেছিলেন সাদ। আবাহনীর এই ফরোয়ার্ডও তাকিয়ে আছে নেপাল ম্যাচের দিকে।

“যদি ভালো সুযোগ পাই, তাহলে অবশ্যই গোল করার চেষ্টা করব। গোল করতে পারলে অনেক ভালো লাগে। তবে চাই, যে-ই সুযোগ পাক, সে গোল করুক।”