রোনালদো-রিয়াল গুঞ্জনে মোরাতার ভাবনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2021 09:23 PM BdST Updated: 24 Mar 2021 09:23 PM BdST
-
ইউভেন্তুসের দুই ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো (ডানে) ও আলভারো মোরাতা। ফাইল ছবি
ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন দিনে দিনে বাড়ছে। এ ব্যাপারে নিজের ভাবনা জানাতে গিয়ে তার ক্লাব সতীর্থ আলভারো মোরাতা বললেন, জীবনে যে কোনো কিছুই ঘটতে পারে।
বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে মোরাতা এখন জাতীয় দলের সঙ্গে স্পেনে। গ্রিসের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে তারা। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই স্ট্রাইকারকে প্রশ্ন করা হয় রোনালদোর ভবিষ্যৎ প্রসঙ্গ নিয়ে।
“আমি জানি না (রোনালদোর ভবিষ্যৎ সম্পর্কে)। ম্যাচের জন্য প্রস্তুতির সময় ছাড়া ফুটবল নিয়ে আমি তার সঙ্গে কথা বলি না।”
“জীবনে যে কোনো কিছুই ঘটতে পারে। আশা করি, সে ইউভেন্তুসেই থাকবে, যেন তার পাশে আমি খেলা উপভোগ করে যেতে পারি।”
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ইউভেন্তুস বিদায় নেওয়ার পরই মূলত রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন শুরু হয়। মাদ্রিদের দলটির হয়ে টানা তিনটিসহ মোট চারটি চ্য্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২০১৮ সালে তিনি যোগ দিয়েছিলেন সেরি আর দলটিতে।
এবার লিগ শিরোপা ধরে রাখার দৌড়েও ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে ইউভেন্তুস। সব মিলিয়ে কী তুরিনের দলটিতে সুখে আছেন রোনালদো? নিজের মতো করে এর উত্তর দিলেন মোরাতা।
“আমরা আরও সুখী হতে পারতাম। এটা কঠিন একটা বছর…দলের এমন কঠিন সময়ের মাঝেও ক্রিস্তিয়ানোকে ঠিকঠাকই মনে হচ্ছে। আমাদের সামনে তাকাতে হবে; মৌসুম এখনও শেষ হয়ে যায়নি।”
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ