চোটে শেষ বিশ্বনাথের ‘নেপাল মিশন’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2021 07:14 PM BdST Updated: 24 Mar 2021 09:30 PM BdST
-
বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ
কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে শেষ হয়ে গেল বিশ্বনাথ ঘোষের নেপালের বাকি ম্যাচগুলোয় খেলার আশা। ডান ঊরুর চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম লাগবে তার।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতে নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করে বাংলাদেশে। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বিশ্বনাথ।
জাতীয় দলের এই ডিফেন্ডারকে ফিরে আসতে হচ্ছে দেশে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন, বিশ্বনাথের এমআরআই রিপোর্টে দুঃসবাদ মিলেছে।
“গতকালের খেলায় বিশ্বনাথ ব্যথা পেয়েছিল। আমাদের ডাক্তার, ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং আজ সকালে আমরা তাকে মেডিকেলেও পাঠিয়েছিলাম। তার এমআরআই করিয়েছি, রিপোর্টটাও পেয়েছি। ওর পেশিতে বড় ইনজুরি আছে।”
“তারা বলেছে অন্তত দুই সপ্তাহ বিশ্বনাথকে বিশ্রামে থাকতে হবে। এজন্য আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল হয়ত সে দেশে যাবে। দেশে গিয়ে যথাযথ চিকিৎসা নিবে।”
আগামী শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ নেই বলেও জানান ইকবাল।
“আমাদের ফাইনাল রেজিস্ট্রেশন ছিল ২৩ জনের। আমরা ২২ তারিখেই সেটা ফাইনাল দিয়ে দিয়েছি। নতুন করে কাউকে এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।”
বিশ্বনাথকে হারালেও খুব বেশি চিন্তিত নন জাতীয় দলের কোচ জেমি ডে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মোহাম্মদ ইমনকে নেপালের বিপক্ষে খেলানোর কথা ভেবে রেখেছেন এই ইংলিশ কোচ।
“আমাদের হাতে ভালো বিকল্প আছে। রিমন রাইট ব্যাক-লেফট ব্যাক দুই পজিশনে খেলতে পারে। ইমন মুক্তিযোদ্ধার হয়ে রাইট ব্যাকে খেলতে পারে। আমার মনে হয় ফুল ব্যাক হিসেবে আমাদের অনেক বিকল্প আছে। ইমন নেপালের বিপক্ষে খেলবে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি