পর্তুগালের জার্সিতে দেখা যাবে ‘অন্য রোনালদোকে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2021 06:00 PM BdST Updated: 24 Mar 2021 06:00 PM BdST
-
পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস ও ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ফাইল ছবি
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর সবশেষ ম্যাচে হেরে লিগ শিরোপা ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে ইউভেন্তুসের। ক্লাবের এমন পথ হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এর প্রভাব তার জাতীয় দলের পারফরম্যান্সে পড়বে না বলেই মনে করেন পর্তুগাল জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিজেকে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত বলেও বিশ্বাস কোচের।
২০২২ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সফরকারী আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল।
জাতীয় দলে যোগ দেওয়ার আগে সবশেষ ম্যাচের স্মৃতিটা সুখকর নয় রোনালদোর। লিগ ম্যাচে গত রোববার ঘরের মাঠে দুর্বল বেনেভেন্তোর বিপক্ষে ১-০ গোলে হারে ইউভেন্তুস। ওই ম্যাচে দলের পাশাপাশি রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল সাদামাটা।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ ষোলোয় পোর্তোর মাঠে হারের পর ফিরতি লেগে জিতলেও অ্যাওয়ে গোলে পিছিয়ে ছিটকে পড়ে ইউভেন্তুস। ঘরের মাঠে ওই ম্যাচেও রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। দলটির ছিটকে পড়ায় তাই অনেকে তার দিকে তুলছেন অভিযোগের আঙুল।
তবে জাতীয় দলে রোনালদোকে স্বরূপে পাওয়া যাবে বলে সান্তোসের বিশ্বাস।
“জাতীয় দলে ক্রিস্তিয়ানো সবসময়ই একই লক্ষ্য, আবেগ ও ইচ্ছাশক্তি নিয়ে আসে।”
“জাতীয় দলে সে সবসময় শতভাগ নিংড়ে দেয়…মানসিকভাবে এই মুহুর্তে সে কোনোরকম সমস্যায় আছে বলে আমি মনে করি না।”
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউভেন্তুস বিদায় নেওয়ার পর রোনালদোর দলবদল নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ৩৬ বছর বয়সী তারকার ভবিষ্যৎ ঠিকানা হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের নাম। ‘বন্ধুসম’ রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে কথা বলতে পারলে খুশি হবেন বলেও জানান সান্তোস।
“ব্যক্তিগতভাবে আমি ক্রিস্তিয়ানোকে পরামর্শ দেই। যখন তার বয়স ১৮, তখন আমি তার প্রধান কোচ ছিলাম এবং আমাদের মধ্যে সম্পর্কটা অনেক কাছের।”
“আমরা পরস্পরের সঙ্গে প্রচুর কথা বলি, কিন্তু এগুলো বন্ধুদের মধ্যে একান্ত ব্যক্তিগত আলাপ। আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কোচ-খেলোয়াড়ের নয়। তবে যখন সে জাতীয় দলে থাকে তখনকার ব্যাপারটা আলাদা। সে যদি আমার কোনো পরামর্শ চাই, তাহলে আমি আমার ভাবনা তাকে জানাব।”
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ