হলান্ড এক যুগের প্রতিনিধিত্ব করবে: সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2021 05:19 PM BdST Updated: 23 Mar 2021 11:46 PM BdST
-
(বাঁ থেকে) আর্লিং হল্যান্ড ও লুইস সুয়ারেস।
খাঁটি নাম্বার নাইনের এক আদর্শ উদাহরণ লুইস সুয়ারেস। ৫০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার পর উরুগুয়ের এই তারকা বেছে নিলেন আগামীর সম্ভাব্য সেরা নাম্বার নাইনকে। আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ডের বিশ্বাস, ফুটবল বিশ্বে নতুন এক যুগের প্রতিনিধিত্ব করবে বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ড আর্লিং হলান্ড।
মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেস গোল করায় আছেন আগের মতোই কার্যকর। লা লিগায় গত রোববার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দলের জয়ে একমাত্র গোলটি করে ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পরের দিন এক ভিডিও সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সেখানেই উঠে আসে ২০ বছর বয়সী হলান্ড প্রসঙ্গ।
“হলান্ড দারুণ খেলোয়াড়। সে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে, তার শারীরিক সক্ষমতা প্রশংসনীয়।”
“সে বিশ্বসেরা নাম্বার নাইনদের একজন এবং সে একটা যুগের প্রতিনিধিত্ব করবে। আমি হলান্ডের পক্ষেই বাজি ধরছি, তবে (কিলিয়ান) এমবাপেও দুর্দান্ত।”
গত বছরের শুরুতে সম্ভাবনা আর প্রত্যাশার ডালি সাজিয়ে সালসবুর্ক থেকে ডর্টমুন্ডে যোগ দেন হলান্ড। নিজের জাত চেনাতে সময় লাগেনি তার। বুন্ডেসলিগার ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমে করেন হ্যাটট্রিক। সামর্থ্যের ঝলক দেখিয়ে হয়ে উঠেছেন দলটির আক্রমণভাগের সেরা খেলোয়াড়।
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচে করেছেন ৩৩ গোল। সালসবুর্ক ও ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে তার গোল ২০টি।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটির চলতি আসরে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে প্রথম লেগের পর ফিরতি পর্বেও তিনি করেন জোড়া গোল। তাতে তার নাম লেখা হয়ে যায় চারটি রেকর্ডে।
সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা গোল (ছয় ম্যাচে), সবচেয়ে কম ম্যাচে ২০ গোল, ২১ বছরে পা রাখার আগে সবচেয়ে বেশি গোল, প্রতিযোগিতাটিতে নরওয়ের সর্বোচ্চ গোলদাতা-সবগুলো রেকর্ডই এখন তার দখলে।
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়