প্রতিপক্ষকে এগিয়ে রেখেই জয়ের আশা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2021 09:04 PM BdST Updated: 22 Mar 2021 10:54 PM BdST
-
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচের পাশে মিডফিল্ডার সোহেল রানা (বাঁয়ে)
কোচ জেমি ডে বলেছেন, কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল সম্পর্কে জানাশোনা নেই। মিডফিল্ডার সোহেল রানাও বললেন একই কথা। তবে লক্ষ্যের প্রশ্নে প্রতিপক্ষকে এগিয়ে রেখেই জয়ের ছক কষছে বাংলাদেশ।
Related Stories
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কিরগিজস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের তিন দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ; ১৮৬তম। নেপাল ১৭১তম। কিরগিজস্তান জাতীয় দল ৯৬তম; তবে ত্রিদেশীয় সিরিজে তাদের অনূর্ধ্ব-২৩ দলকেও সমীহ করছেন সোহেল।
“গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে এবং নেপালে এসে কিছু টেকনিক্যাল দিক নিয়ে কাজ করেছেন কোচ। কিরগিজস্তানের এই দল নিয়ে আমাদের তেমন ধারণা নেই। কিন্তু ওদের জাতীয় দল সম্পর্কে ধারণা আছে। আমি মনে করি এই দল অবশ্যই ভালো।”
“কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল, কিন্তু তাদের ছোট বা হালকা করে নেওয়ার কিছু নেই। ফিটনেস, ফিজিক্যাল দিক দিয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে। কিন্তু আমরা চেষ্টা করব, প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো শুরু পেলে নেপালের ম্যাচটা আমাদের জন্য সহজ হবে।”
আগামী জুনের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে দেখছেন বাংলাদেশ কোচ। সোহেলও মনে করেন নতুনদের জন্য জাতীয় দলে থিতু হওয়ার এটা ভালো সুযোগ।
“কোচ তো ফোকাস করছে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে। এ ম্যাচে আমাদের কিছু নতুন খেলোয়াড় খেলবে। কোচ ওদের দেখছে, দেখবে। ওরা যদি কাল ভালো পারফরম্যান্স করতে পারে, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে অনেকদূর যেতে পারবে।”
প্রথম ম্যাচ জিতলে আগামী ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে দল। সোহেলও চান এ সমীকরণ মেলাতে।
“আমাদের লক্ষ্য টুর্নামেন্টে যেন ভালো রেজাল্ট করতে পারি। প্রথম ম্যাচে মনোযোগ দিচ্ছি। এটা জিততে পারলে হয়তো আমরা ফাইনালে খেলতে পারব।”
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’