ইউনাইটেডকে হারিয়ে ৩৯ বছর পর এফএ কাপের সেমিতে লেস্টার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2021 01:04 AM BdST Updated: 22 Mar 2021 01:37 AM BdST
ফ্রেদের হাস্যকর ভুলে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। উলে গুনার সুলশারের দলকে হারিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে লেস্টার সিটি।
নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার কোয়ার্টার-ফাইনালে ৩-১ গোলে জিতেছে লেস্টার। কেলাচি ইহেনাচো তাদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। ইউরি টিলেমানসের গোলে স্বাগতিকরা আবার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ইহেনাচো।
১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের সেমি-ফাইনালে উঠল লেস্টার। শেষ চারে তাদের প্রতিপক্ষ সাউথ্যাম্পটন।

সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ (২১ জয় ও ৮ ড্র) পর প্রতিপক্ষের মাঠে হারল ইউনাইটেড। এর আগে সবশেষ গত বছরের জানুয়ারিতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।
শুরু থেকে বল দখলে লেস্টার কিছুটা এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। এর মাঝেই ২৪তম মিনিটে ভুলটি করে বসেন ফ্রেদ।

৩৮তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে পল পগবার পাস পেয়ে শট নেননি ডনি ফন ডি বিক। ১২ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন গ্রিনউড।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে টিলেমানসের দারুণ গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ইহেনাচোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান তিনি। এরপর ডি-বক্সের মাথা থেকে নিচু শটে বল জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার।

শেষ দিকে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক ও অঁতনি মার্সিয়ালের হেড ঠেকান গোলরক্ষক কাসপের স্মাইকেল। জয়ের আনন্দে মাঠ ছাড়ে লেস্টার।
দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে চেলসি। শেষ চারে তারা খেলবে আগের দিন এভারটনকে হারানো ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’