শেষ ৬ মিনিটের দুই গোলে সেমি-ফাইনালে সিটি

এফএ কাপের শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শেষ দিকের দুই গোলে এভারটনকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2021, 07:47 PM
Updated : 20 March 2021, 07:50 PM

এভারটনের মাঠ গুডিসন পার্কে শনিবার কোয়ার্টার-ফাইনালে ২-০ ব্যবধানে জিতেছে সিটি। একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান ও কেভিন ডে ব্রুইনে।

প্রথমার্ধে বল দখলে সিটি একচেটিয়া আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষককে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি। ২০তম মিনিটে ভালো একটি সুযোগ পেলেও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এভারটনের রিশার্লিসন।

৫৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো সিটি। ডি-বক্সের ভেতর থেকে রাহিম স্টার্লিংয়ের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

শেষ দিকে ছয় মিনিটের মধ্যে দুই গোল করে সব অনিশ্চয়তার ইতি টানে সফরকারীরা।

৮৪তম মিনিটে এমেরিক লাপোর্তের শট ক্রসবারে লেগে ফেরার পর ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান দারুণ ছন্দে থাকা গিনদোয়ান। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১২তম গোল।

আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে স্কোরলাইন হয় ২-০। একটু আগেই গিনদোয়ানের বদলি নামা রদ্রির পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডে ব্রুইনে।

এই নিয়ে টানা তিন মৌসুমে এফএ কাপের সেমি-ফাইনালে উঠল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জেতা সিটি।