নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 01:04 PM
Updated : 18 March 2021, 01:04 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে পৌঁছানোর কথা জানায়। দল থাকবে কাঠমান্ডুর সোলাতে ক্রাউন প্লাজা হোটেলে। আগামী শুক্রবার নেপাল আর্মি স্টেডিয়ামে জেমি ডে দল নিয়ে প্রথম অনুশীলন সেশন শুরু করবেন বলে জানিয়েছে বাফুফে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ২৯ তারিখে হবে প্রতিযোগিতার ফাইনাল।

চূড়ান্ত দলে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন নেপালে ডের সঙ্গী হয়েছেন। শেষ মুহূর্তে কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসায় যেতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়া।

কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার একদিনের মধ্যেই উইঙ্গার রাকিব হোসেনের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসায় তিনি দলের সঙ্গী হয়েছেন।