করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পিএসজির অনুশীলন কেন্দ্র বন্ধ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 06:49 PM BdST Updated: 18 Mar 2021 06:49 PM BdST
কয়েকজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন কেন্দ্র বন্ধ করে দিয়েছে পিএসজি।
এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।
অনুশীলন কেন্দ্র বন্ধ থাকবে আগামী সোমবার পর্যন্ত এবং শুক্রবার হবে আরেক দফা স্ক্রিনিং সেশন।
ক্লাবটির পুরুষ দলের কেউ আক্রান্ত হয়নি; বুধবার তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে ওঠে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে। আঘাতটা এসেছে ক্লাবটির নারী দলের ওপর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তারা স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচটি খেলতে পারেনি। স্পার্তার মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার।
ম্যাচটি বাজেয়াপ্ত হলে এবং ৩-০ গোলে হারের নিয়মে পড়লেও পরের রাউন্ডে উঠে যাবে পিএসজির নারীরা। প্রথম লেগে তারা জিতেছিল ৫-০ গোলে।
কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের পরের ম্যাচ আগামী রোববার, লিগে পয়েন্ট তালিকার তিন নম্বর দল লিওঁর বিপক্ষে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ