করোনাভাইরাস: ইন্টার-সাস্সুয়োলো ম্যাচ স্থগিত

ইন্টার মিলান ক্লাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সাস্সুয়োলোর বিপক্ষে তাদের সেরি আর ম্যাচটি স্থগিত হয়ে গেছে। ইন্টারের খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 12:04 PM
Updated : 18 March 2021, 02:40 PM

ফুল ব্যাক দানিলো দি’আমব্রোসিও ও গোললক্ষক সামির হান্দানোভিচের পর বৃহস্পতিবার স্তেফান ফ্রেই ও মাতিয়াস ভেসিনোর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় ইন্টার।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সাস্সুয়োলো ম্যাচটি স্থগিতের অনুরোধ জানিয়েছিল। আগামী শনিবার মিলানের সান সিরোয় হওয়ার কথা ছিল ম্যাচটি।

এক বিবৃতিতে ইন্টার জানায়, মিলানের স্বাস্থ্য কর্তৃপক্ষ, আগামী ২১ মার্চ পর্যন্ত তাদের সকল দলীয় কার্যক্রম স্থগিত করেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে ফুটবলারদের যোগ দিতে মানা করা হয়েছে।

সেরি আ কর্তৃপক্ষ অবশ্য এখনও ইন্টার-সাস্সুয়োলো ম্যাচ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেনি। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতেও রাজি হয়নি তারা।

এসি মিলানের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে চূড়ায় রয়েছে ইন্টার।