‘চ্যাম্পিয়ন্স লিগে কাউকে ভয় পায় না চেলসি’

টমাস টুখেলের কোচিংয়ে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চেলসি। লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদকে শেষ ষোলোর দুই লেগেই হারিয়ে সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। কোচ টুখেল বললেন, কোনো প্রতিপক্ষকেই ভয় পায় না তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 10:32 AM
Updated : 18 March 2021, 10:32 AM

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জেতে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

দলটির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে কোনো ম্যাচ হারেনি চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত আছে টানা ১৩ ম্যাচে, জয় ৯টি ও ড্র ৪টি। চেলসির ইতিহাসে নতুন কোচের হাত ধরে এটাই অপরাজেয় পথচলার রেকর্ড।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে জায়গা পাওয়া তাদের প্রাপ্য ছিল।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ আটে ওঠাটা আমাদের প্রাপ্য। ওদের মধ্যে বিশেষ একটা বন্ধন আছে, সেটা নিয়েই ওরা খেলে। এমন জয় তাই বিশেষ কিছু অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়।”

“আমি নিশ্চিত, কেউ আমাদের বিপক্ষে খেলতে চায় না। সামনে কঠিন চ্যালেঞ্জ আছে...তবে আমরা এগিয়ে যাব, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।”

ঘরের মাঠে প্রথমার্ধে হাকিম জিয়াশের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান এমেরসন। আতলেতিকোর বিপক্ষে যেভাবে দল খেলেছে, তাতে খুশি টুখেল। তবে উন্নতির জায়গাও দেখছেন তিনি।

“পাল্টা আক্রমণের ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। আমাদের আরও বিচক্ষণ হতে হবে, গতি কাজে লাগাতে হবে।”

গত বছর আয়াক্স থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি জিয়াশ। তবে আতলেতিকোর বিপক্ষে মরক্কোর এই ফরোয়ার্ডের খেলায় মুগ্ধ চেলসি কোচ।

“আমাদের ধরনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা ভুগছে সে, তাকে মানিয়ে নিতে হবে... তবে তাকে নিয়ে আমি খুব খুশি।”

প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে থাকা চেলসি আগামী রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিজেদের মাঠে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে।