যে রেকর্ড মেসির কাছে সম্মানের

গৌরবদীপ্ত পথচলায় দারুণ সব অর্জনে টইটম্বুর লিওনেল মেসির ক্যারিয়ার। তবে এবারের কীর্তি বুঝি একটু বেশিই স্পেশাল। বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বলে কথা! মেসি নিজেও উচ্ছ্বসিত এই চূড়ায় পা রাখতে পেরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 03:27 PM
Updated : 16 March 2021, 03:27 PM

লা লিগায় ঘরের মাঠে সোমবার বার্সেলোনার হয়ে নিজের ৭৬৭তম ম্যাচটি খেলেন মেসি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখান চাভি এরনান্দেসের পাশে।

আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ডটি একান্তই নিজের করে নিতে পারেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

রেকর্ড ছোঁয়ার পর অনুভূতি প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন মেসি।

“বার্সেলোনার হয়ে এতগুলো ম্যাচ খেলতে পারা সম্মানের। আমার সকল সতীর্থকে ধন্যবাদ, যারা বছরের পর বছর আমাকে সঙ্গ দিয়ে এসেছে। ধন্যবাদ পরিবার ও বন্ধু-বান্ধদের, যারা সবসময় আমার পাশে থেকেছে।”

রেকর্ড ছোঁয়ার ম্যাচ মেসি রাঙিয়ে তোলেন জোড়া গোল করে। ওয়েস্কার বিপক্ষে দল জেতে ৪-১ গোলে। এই পরিক্রমায় আরও একটি কীর্তি গড়া হয়ে যায় তার। এ দিনের দুটি মিলিয়ে এবারের লিগে তার মোট গোল হলো ২১টি। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৩ মৌসুম অন্তত ২০টি করে গোল করলেন তিনি।

পিচিচি ট্রফির দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা সাবেক সতীর্থ লুইস সুয়ারেসের চেয়ে এখন তিন গোলে এগিয়ে মেসি।