আজারের চোটের ব্যাখ্যা নেই জিদানের

দলে ফিরে থিতু হতে পারলেন না এবারও। চোটজর্জর রিয়াল মাদ্রিদ অধ্যায়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন এদেন আজার। বেলজিয়ান ফরোয়ার্ডের বারবার চোটে পড়ার কোনো ব্যাখ্যা নেই কোচ জিনেদিন জিদানের কাছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2021, 03:17 PM
Updated : 15 March 2021, 03:17 PM

৩০ বছর বয়সী আজারের পেশিতে নতুন করে চোট পাওয়ার বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় রিয়াল। এবার কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব রেকর্ড ১০ কোটি ইউরোয় চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে দুইবার মারাত্মক গোড়ালির গাঁটের চোটে পড়েন আজার। আর চলতি মৌসুমে এ নিয়ে চারবার ছিটকে গেলেন তিনি। সব মিলিয়ে দলটির হয়ে কেবল ২৫টি লিগ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার।

পেশির চোট কাটিয়ে গত শনিবার লিগে এলচের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচের শেষ ১৫ মিনিট খেলেন আজার।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ইতালির দল আতালান্তার বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আজারের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন জিদান।

“আগামীকালের ম্যাচের জন্য সে ফিট নয়…এর বেশি আমি কিছু বলতে পারব না।”

“বিষয়গুলো আমি ব্যাখ্যা করতে পারব না। আমি ইতিবাচক থাকতে চাই। আশা করি, তার এবারের চোট গুরুতর কিছু নয়।”

চেলসিতে খেলার সময় চোট নিয়ে এমন সমস্যায় পড়তে হয়নি আজারকে। রিয়ালে কেন বারবার চোটে পড়ছেন তিনি? এরও কোনো ব্যাখ্যা নেই ফরাসি কোচের কাছে।

“কিছু একটা সমস্যা তো হয়েছেই, কারণ পুরো ক্যারিয়ারে (রিয়ালে আসার আগে) সে কখনও চোটে পড়েনি, পড়লেও খুব কম। এটা নতুন কিছু। এর বেশি কিছু বলতে পারব না। আমরা তাকে সাহায্য করতে চাই এবং আশা করি, যত দ্রুত সম্ভব সে ফিরবে।”

হলুদ কার্ডের খাড়ায় আতালান্তা ম্যাচে নিষিদ্ধ কাসেমিরো। তবে অধিনায়ক সের্হিও রামোসকে দেখা যেতে পারে শুরুর একাদশে।

প্রথম লেগে ফেরলঁদ মঁদির একমাত্র গোলে জিতেছিল প্রতিযোগিতার সফলতম দল রিয়াল।