দি মারিয়া-মার্কিনিয়োসের বাড়িতে ডাকাতি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2021 06:11 PM BdST Updated: 15 Mar 2021 06:14 PM BdST
-
(বাঁ থেকে) আনহেল দি মারিয়া ও মার্কিনিয়োস।
-
লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচ চলাকালীন সময়ে প্যারিসের দলটির দুই ফুটবলার আনহেল দি মারিয়া ও মার্কিনিয়োসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ফরাসি ক্রীড়া বিষয়ক দৈনিক লেকিপের খবর, এসময় দুজনেরই পরিবারের সকলকে জিম্মি করা হয়েছিল।
ম্যাচ চলাকালীন সময়েই এ নিয়ে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর ৬২তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ মাওরিসিও পচেত্তিনো।
পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষও। তাতে বলা হয়েছে, মার্কিনিয়োস নিজেই জানিয়েছেন ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন।
“তবে কেউ আঘাত পাননি এবং সবাই ভালো আছে…ফরাসি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।”
২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েও একবার তার বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছিল।
লেকিপের তথ্যমতে, দি মারিয়ার বাড়ি থেকে খোয়া যাওয়া ঘড়ি ও অলঙ্কারের মূল্য কমপক্ষে পাঁচ লাখ ইউরো।
দি মারিয়া-মার্কিনিয়োসদের বিপদের দিনে জেতেনি তাদের দলও। ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে হেরে শিরোপার লড়াইয়ে ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে পিএসজি।
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী