মেসিকে নিয়ে কথা বলতে মানা!

লিওনেল মেসির সম্ভাব্য দলবদল কিংবা তিনি পিএসজিতে আসছেন কি-না, এমন কোনো বিষয়ে কথা বলতে লেয়ান্দ্রো পারেদেসকে নিষেধ করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2021, 10:56 AM
Updated : 15 March 2021, 10:56 AM

গত জানুয়ারিতে পিএসজির এই মিডফিল্ডার বলেছিলেন, মেসিকে দলে টানতে তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও বার্সেলোনা অধিনায়ককে দলে টানার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেই সময় একই ধরনের মন্তব্য করেছিলেন মেসির জাতীয় দলের আরেক সতীর্থ আনহেল দি মারিয়া।

ফরাসি দলটির পক্ষ থেকে একের পর এক এসব মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।

সম্প্রতি একটি ফরাসি সাপ্তাহিকীকে দেওয়া সাক্ষাৎকারে আবারও এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন পারেদেস। তবে এবার তিনি বিষয়টি এড়িয়ে গেছেন ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিধিনিষেধের কারণে।

“তারা (ক্লাব) আমাকে বলে দিয়েছে এ বিষয়ে আর কথা না বলতে।”

“আমার বলা কথাগুলো অনেকে পছন্দ করেনি। কিছু মানুষ এটাকে তাদের প্রতি অসম্মানজনক হিসেবে দেখেছিল। যদিও আমি সে অর্থে বলিনি।”

আগামী ৩০ জুন শেষ হবে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। এরপর ছয়বারের বর্ষসেরা ফুটবলার নিজেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন পারেদেস।

“এটা নির্ভর করছে মেসির ওপর। মৌসুম শেষে সেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে, ভবিষ্যতে কী করতে চায়।”