৪১৭ দিন পর আগুয়েরোর গোল

লম্বা সময় পর জালের দেখা পেলেন সের্হিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটি পেল প্রত্যাশিত জয়। ফুলহ্যামকে তাদেরই মাঠে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2021, 09:57 PM
Updated : 13 March 2021, 10:22 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর ১৪ মিনিটের মধ্যে একে একে স্কোরবোর্ডে নাম লেখান জন স্টোনস, গাব্রিয়েল জেসুস ও আগুয়েরো।

এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১৭ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

গত বুধবার ঘরের মাঠে সাউথ্যাম্পটনকে ৫-২ গোলে হারানো দলে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। এক বছরেরও বেশি সময় পর একসঙ্গে শুরুর একাদশে দেখা গেল জেসুস ও আগুয়েরোকে।

প্রথমার্ধে ফুলহ্যাম গোলরক্ষক আলফুঁস আরিওলাকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি সিটি।

জন স্টোনসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

অষ্টাদশ মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে তারা। ফেররান তরেসের ডান পায়ের নিচু শটটি রুখে দেন গোলরক্ষক। ৩৪তম মিনিটে ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে নেওয়া বের্নার্দো সিলভার নিচু শট ঠেকাতেও তেমন বেগ পেতে হয়নি আরিওলাকে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় সিটির। জোয়াও কানসেলোর ক্রসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার স্টোনস। আসরে এটি তার চতুর্থ গোল।

৫৩তম মিনিটে দারুণভাবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে কাটব্যাক করেন সিলভা। কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রদ্রি।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন হয়। স্বাগতিক রক্ষণের ভুলে বল পেয়ে যান অরক্ষিত জেসুস। গোলরক্ষককে কাটিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন গাব্রিয়েল জেসুস।

৬০তম মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন আগুয়েরো। ডি-বক্সে ফেররান তরেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা।

দীর্ঘ ১৪ মাস বা ৪১৭ দিন পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন আগুয়েরো।

বাকি সময়েও আক্রমণে আধিপত্য করে সিটি। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি ফুলহ্যাম।

৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউনাইটেডের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।

২৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টাদশ স্থানে ফুলহ্যাম।