৪১৭ দিন পর আগুয়েরোর গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2021 03:57 AM BdST Updated: 14 Mar 2021 04:22 AM BdST
-
-
জন স্টোনসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।
-
গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন গাব্রিয়েল জেসুস।
লম্বা সময় পর জালের দেখা পেলেন সের্হিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটি পেল প্রত্যাশিত জয়। ফুলহ্যামকে তাদেরই মাঠে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর ১৪ মিনিটের মধ্যে একে একে স্কোরবোর্ডে নাম লেখান জন স্টোনস, গাব্রিয়েল জেসুস ও আগুয়েরো।
এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১৭ পয়েন্টে এগিয়ে গেল সিটি।
গত বুধবার ঘরের মাঠে সাউথ্যাম্পটনকে ৫-২ গোলে হারানো দলে সাত পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। এক বছরেরও বেশি সময় পর একসঙ্গে শুরুর একাদশে দেখা গেল জেসুস ও আগুয়েরোকে।
প্রথমার্ধে ফুলহ্যাম গোলরক্ষক আলফুঁস আরিওলাকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি সিটি।

জন স্টোনসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় সিটির। জোয়াও কানসেলোর ক্রসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার স্টোনস। আসরে এটি তার চতুর্থ গোল।
৫৩তম মিনিটে দারুণভাবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে কাটব্যাক করেন সিলভা। কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রদ্রি।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন হয়। স্বাগতিক রক্ষণের ভুলে বল পেয়ে যান অরক্ষিত জেসুস। গোলরক্ষককে কাটিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন গাব্রিয়েল জেসুস।
দীর্ঘ ১৪ মাস বা ৪১৭ দিন পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন আগুয়েরো।
বাকি সময়েও আক্রমণে আধিপত্য করে সিটি। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি ফুলহ্যাম।
৩০ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউনাইটেডের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।
২৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টাদশ স্থানে ফুলহ্যাম।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া