চেলসিকে রুখে দিল লিডস

প্রথমার্ধে ছন্দহীন চেলসি দ্বিতীয়ার্ধে উজ্জ্বীবিত ফুটবল খেলেও পেল না জালের দেখা। ঘরের মাঠে টমাস টুখেলের দলকে রুখে দিল লিডস ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2021, 02:36 PM
Updated : 13 March 2021, 03:31 PM

লিডসের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

দুই দলের প্রথম দেখায় গত ডিসেম্বরে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন চেলসি। তখন দলটির কোচ ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল চেলসি। এর মধ্যে ড্র চারটি।

টানা দুই জয়ের পর পয়েন্ট হারালো চেলসি। আগের ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারানো একাদশে ছয়টি পরিবর্তন আনে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ম্যাচে অধিকাংশ সময় বলের দখল রেখে গোলের জন্য ১৫ বার শট নেয় তারা, এর আটটি ছিল লক্ষ্যে।

অন্যদিকে টানা দুই হারের পর পয়েন্টের দেখা পেল লিডস। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ পেয়েছিল মার্সেলো বিয়েলসার দলও।

ভাগ্যের ফেরে প্রথম ১৫ মিনিটে এগিয়ে যেতে পারেনি কোনো দলই। অষ্টম মিনিটে পাল্টা আক্রমণে উঠে জালে বল পাঠায় লিডস। কিন্তু অফসাইডের জন্য গোল পায়নি স্বাগতিকরা।

দারুণ সেভে এ যাত্রায় চেলসির ত্রাতা গোলরক্ষক এদুয়াঁ মঁদি।

খানিক পর বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ দিয়েগো ইয়োরেন্তের গায়ে মারেন লিডস ডিফেন্ডার লুক আইলিং। বল দিক পাল্টে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ক্রসবারে বাধা পায়।

চার মিনিট পর লিডস ফরোয়ার্ড টয়লার রবার্টসের উঁচু কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পর দুই দলই খেলে উজ্জ্বীবিত ফুটবল। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবরই এলোমেলো হয়ে যায় চেলসি। স্বাগতিকরা ভীতি ছড়ায় পাল্টা আক্রমণে, পরীক্ষা নেয় গোলরক্ষক এদুয়াঁ মঁদির। সেগুলো অবশ্য ঠিকঠাকই সামাল দেন তিনি। 

২৯ ম্যাচে ১৪ জয় ও নয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লিডস।

চেলসির সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি।