রিয়ালে রামোসের ভবিষ্যৎ অজানা জিদানের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2021 10:34 PM BdST Updated: 12 Mar 2021 10:34 PM BdST
-
সের্হিও রামোস (ফাইল ছবি)
মৌসুম শেষেই শেষ হবে চুক্তির মেয়াদ। কিন্তু এখনও ধোঁয়াশায় রিয়াল মাদ্রিদে সের্হিও রামোসের ভবিষ্যৎ। এ বিষয়ে কিছু জানেন না কোচ জিনেদিন জিদানও।
স্প্যানিশ গণমাধ্যমে রিয়াল অধিনায়কের দল ছাড়ার গুঞ্জন নিয়ে মাঝেমধ্যেই খবর বের হচ্ছে। এর মাঝে গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, তিনি সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকতে চান।
তবে চুক্তি নবায়ন কেন আটকে রয়েছে, তা জানেন না কোচ। লা লিগায় শনিবার ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় রিয়াল খেলবে এলচের বিপক্ষে। এর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয় জিদানের কাছে।
“আমি সত্যি বলতে চাই। আর সত্যিটা হলো, আমি জানি না তার চুক্তি নিয়ে কী হচ্ছে।”
“আমরা চাই সে এখানেই থাকুক। সবসময়ই সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে এবং আমি চাই সে এখানেই থাকুক। কোচ হিসেবে আমি এটুকুই বলতে পারি।”
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেওয়ার পর পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রামোস। হাঁটুর অস্ত্রোপচারের পর গত জানুয়ারি থেকে বাইরে থাকার পর গত শুক্রবার দলের সঙ্গে অুনুশীলনে ফিরেছেন তিনি। লম্বা সময় পর দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড এদেন আজার।
তবে চোটের কারণে বাইরেই আছেন দুই ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা, দানি কারভাহাল ও ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস।
শিরোপা ধরে রাখার অভিযানে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রিয়াল, শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে।
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৯ মে ২০২২)
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর