আবারও সেরা গিনদোয়ান ও গুয়ার্দিওলা

প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ম্যানচেস্টার সিটি ছুটছে দুর্দান্ত গতিতে। দলের সঙ্গে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ইলকাই গিনদোয়ান। সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতাটির ফেব্রুয়ারির মাসেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই জার্মান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2021, 12:19 PM
Updated : 12 March 2021, 12:19 PM

মাসের সেরা কোচেও নেই পরিবর্তন; এবারও পুরস্কারটি জিতেছেন সিটির পেপ গুয়ার্দিওলা।

ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা দুই মাসের সেরা খেলোয়াড় হলেন গিনদোয়ান।

ফেব্রুয়ারিতে মোট ছয়টি লিগ ম্যাচ খেলে সবকটিতে জিতেছে সিটি। এ সময়ে চারটি গোল করার পাশাপাশি একটি করান গিনদোয়ান।  

আবারও পুরস্কারটি পেয়ে গর্বিত গিনদোয়ান। তবে বেশি খুশি এমন অসাধারণ এক দলের সদস্য হতে পেরে, বলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

“আশা করি, এভাবে আমরা এগিয়ে যেতে পারব, শিরোপা জিততে পারব। দল কি চায়, আমি জানি এবং শেষ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিটি শনিবার পরের ম্যাচে খেলবে অবনমন অঞ্চলের ফুলহ্যামের বিপক্ষে।

এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।