‘প্যারিসে ৪ গোল করতে পারবে না মেসিরা’

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে পিএসজির মাঠে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখতে হবে বার্সেলোনাকে। ঘোচাতে হবে ঘরের মাঠে বড় হারের ব্যবধান। তবে তেমন কিছুর সম্ভাবনা দেখছেন না কাতালান ক্লাবটির সাবেক মিডফিল্ডার রিভালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 07:55 PM
Updated : 9 March 2021, 07:55 PM

প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে কাম্প নউয়ে ৪-১ গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় আছে বার্সেলোনা। টিকে থাকতে ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে অন্তত ৪-০ গোলে জিততে হবে তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের নকআউট পর্বে ঘরের মাঠে তিন গোলের ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর নজির নেই।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগেই ২০১৬-১৭ আসরে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি পর্বে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছিল তারা।

এবার তাদের কাজটা করে দেখাতে হবে প্রতিপক্ষের মাঠে। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রিভালদো অন্তত মনে করেন না তেমন কিছু সম্ভব। 

“আমার মনে হয় না বার্সেলোনা ঘুরে দাঁড়াতে পারবে। এমনকি এটি করতে পারবে বলে তাদের খেলোয়াড়রাও বিশ্বাস করে কি-না, আমি জানি না। আমি মনে করি, বার্সেলোনার পক্ষে প্যারিসে চার গোল করা অসম্ভব।”

"নেইমার ও আনহেল দি মারিয়ার অনুপস্থিতিতেও প্রথম লেগে পিএসজি ও বার্সেলোনার মধ্যে অমন পার্থক্য হবে, আমি সত্যিই ভাবিনি।”

ঊরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও নেইমারকে পাচ্ছে না পিএসজি। তবে ফিরছেন দি মারিয়া।

বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় শুরু হবে ফিরতি পর্বের ম্যাচটি।