চ্যাম্পিয়ন্স লিগ জিততে শেষ পর্যন্ত লড়ে যাবে পিএসজি

গতবার খুব কাছে গিয়েও জেতা হয়নি। এবার যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে মরিয়া পিএসজি। স্বপ্ন পূরণে দল শেষ পর্যন্ত লড়ে যাবে বলে দৃঢ় বিশ্বাস কোচ মাওরিসিও পচেত্তিনোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 12:52 PM
Updated : 9 March 2021, 06:06 PM

ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বার্সেলোনা। কাম্প নউয়ে প্রথম লেগে ৪-১ গোলে জিতে শেষ আটে এক পা দিয়ে রেখেছে পচেত্তিনোর দল। 

চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে তিন গোলের ব্যবধানে জয়ের পর কারো ছিটকে পড়ার রেকর্ড নেই।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির সাম্প্রতিক রেকর্ডও দুর্দান্ত। ২০১৫ সালের ডিসেম্বরের পর থেকে ঘরের মাঠে সবশেষ ২২ ম্যাচে কমপক্ষে একটি করে গোল করেছে তারা; মোট করেছে ৬১ গোল। তাদের মাঠ থেকে সবশেষ জাল অক্ষত রেখে ফিরেছিল রিয়াল মাদ্রিদ, ২০১৫ সালের অক্টোবরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। 

গত আসরের ফাইনালে পিএসজি বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল কিংসলে কোমানের একমাত্র গোলে। পরাজয়ের সেই স্মৃতি এবার দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বছরের শুরুতে দলটির দায়িত্ব নেওয়া পচেত্তিনো।  ফ্রান্সের ফুটবল লিগ পরিচালনাকারী প্রতিষ্ঠান এলএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দৃঢ়কণ্ঠে সেটাই জানালেন তিনি।

“নিশ্চিতভাবে ক্লাবের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়…অবশ্য আরও অনেক দলও জিততে চায়, তাই এটা সহজ নয়। আমরা আমাদের দায়িত্বের প্রতি সচেতন এবং লক্ষপূরণে আমরা শেষ সময় পর্যন্ত লড়ে যাব।”

“আমরা পূর্বের কোনোকিছুতে প্রভাবিত নই। আমরা এ পর্যন্ত এসেছি মুক্ত মনে, কোনোরকম কুসংস্কার ছাড়াই। এই বিষয়গুলো কেবল নেতিবাচকতা ছড়ায়…অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতের সম্ভাবনা কমে আসে। আমরা নতুন উদ্যমে শুরু করেছি আবারও। আমরা মনে করি, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে থাকার যথেষ্ট সম্ভাবনা আমাদের আছে।”