‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’

মহামারীকালে ফুটবল হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এতে করে মাঠে বলা খেলোয়াড়দের অনেক কথাই বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। তেমন একটি ব্যাপারই সামনে আনলেন আলফ্রেড স্রোডার। বার্সেলোনার সহকারী কোচ জানালেন, লিওনেল মেসি বল পেলেই নাকি প্রতিপক্ষের খেলোয়াড়রা চিৎকার করে তাকে ফাউল করতে বলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2021, 04:20 PM
Updated : 6 March 2021, 04:33 PM

করোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে স্পেনের ফুটবলে অনুপস্থিতিত দর্শক। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে বলছিলেন স্রোডার।

“মেসি প্রতি ম্যাচে পাঁচ থেকে ছয়বার আঘাতের শিকার হয়।…মাঠে দর্শক না থাকায় প্রতিপক্ষের খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে যা বলে তা স্পষ্ট শোনা যায়।”

“লিও যখন বল পায় তখন তাদের বলতে শুনবেন ‘ফাউল কর! ওকে ফেলে দাও!’ কিন্তু তাতে কাজ হয় না এবং তারা যেভাবে তাকে ফাউল করে, স্পেনে তা হলুদ কার্ড, কিন্তু নেদারল্যান্ডসে হলে তা হতো লাল কার্ড।”

চলতি মৌসুম শেষেই শেষ হবে বার্সেলোনার সঙ্গে ছয়বারের বর্ষসেরা আর্জেন্টাইন তারকার চুক্তির মেয়াদ। ভবিষ্যত নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় তাকে দেখা যাবে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে।