চোট কাটিয়ে দলে ফিরলেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2021 09:08 PM BdST Updated: 06 Mar 2021 10:22 PM BdST
-
রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার লুকা মদ্রিচ ও করিম বেনজেমা (ডানে)।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা স্বস্তির খবর রিয়াল মাদ্রিদ শিবিরে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড করিম বেনজেমা। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য আসরে নিজেদের সর্বোচ্চ গোলতাদাকে নিয়েই দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান।
গত ১৪ ফেব্রুয়ারি লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে সবশেষ খেলেন বেনজেমা। তার অনুপস্থিতিতে সব প্রতিযোগিতা মিলিয়ে পরের তিন ম্যাচে কেবল তিনবার জালের দেখা পায় রিয়াল, সবকটিই ম্যাচের দ্বিতীয়ার্ধে। এর মধ্যে কেবল একটি গোল করেন দলের কোনো ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় রোববার রাত সোয়া নয়টায় ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে আতলেতিকো ও রিয়াল। এর আগের দিন সংবাদ সম্মেলনে বেনজেমার ফেরা এবং দলে তার গুরুত্ব তুলে ধরেন জিদান।
“আগামীকাল (রোববার) করিম আমাদের সঙ্গে থাকবে। আমরা সবাই জানি, আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ- আমাদের খেলার ধরণের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন বল আমাদের দখলে থাকে।”
“তার খেলা দেখা ও তাকে কোচিং করানোটা আনন্দের। যখন সে এখানে আসে তখন তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল এবং দশ বছরেরও বেশি সময়ে আমরা সবাই দেখছি সে কীভাবে উন্নতি করেছে।”
গত মৌসুমে লিগ জয়ের পথে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বেনজেমা। এবারও সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন সর্বোচ্চ ১৭ গোল। দলের ৩০ শতাংশ গোলই তার, সঙ্গে পাঁচবার করেছেন গোলে সহায়তা।
চোটের জন্য এখনও দলের বাইরেই আছেন আরেক ফরোয়ার্ড এদেন আজার। নেই প্রথম পছন্দের দুই ডিফেন্ডার অধিনায়ক সের্হিও রামোস ও রাইট-ব্যাক দানি কারভাহালও।
২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আতলেতিকো। ২৫ ম্যাচ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল।
রিয়াল জিতলে ব্যবধান কমে হবে দুই পয়েন্ট। আর আতলেতিকো জিতলে এক ম্যাচ হাতে রেখেই ৮ পয়েন্ট এগিয়ে যাবে দিয়েগো সিমেওনের দল।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ