কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2021 08:13 PM BdST Updated: 05 Mar 2021 08:15 PM BdST
-
(বাঁ থেকে) থিবো কোর্তোয়া ও ইয়ান ওবলাক।
মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। শিরোপা লড়াইয়ে যে ম্যাচের থাকতে পারে বড় প্রভাব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন দারুণ ছন্দে থাকা দুই গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ইয়ান ওবলাক।
লা লিগার সেরা গোলরক্ষকদের তালিকায় দুই জনই ওপরের দিকে থাকবেন। থাকবেন হয়তো ইউরোপ সেরাদের ছোট্ট তালিকাতেও। লিগে আগামী রোববার মাদ্রিদ ডার্বিতে নিশ্চিতভাবেই তারা চাইবেন জাল অক্ষত রাখতে।
দুর্দান্তভাবে মৌসুম শুরুর ছন্দে অবশ্য কিছুটা পতন ঘটেছে ওবলাকের। সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে জাল অক্ষত রাখা স্লোভেনিয়ার এই গোলকিপার আসরের প্রথম ১৬ ম্যাচে গোল হজম করেছিলেন কেবল ছয়টি। সেখানে শেষ সাত ম্যাচে তার জালে বল ঢুকেছে ১০ বার।
আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে খুব ভালো করে জানেন, তার দলে ওবলাকের গুরুত্ব কতখানি। আর তাই সম্ভাব্য সর্বোচ্চ বেতন দিয়েই এই খেলোয়াড়কে ধরে রাখার চেষ্টা করেছেন কোচ।
আর্জেন্টাইন কোচের দৃষ্টিতে, “ওবলাক হলেন গোলরক্ষকদের লিওনেল মেসি।”
আতলেতিকোয় ওবলাকের মতই রিয়ালে গুরুত্বপূর্ণ কোর্তোয়া। গত মৌসুমে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বেলজিয়ান।
দুজনেই একসময় ছিলেন আতলেতিকোয়। ২০১৪ সালে চেলসিতে যোগ দেন কোর্তোয়া। সেখান থেকে ২০১৮ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেন তিনি।
এবারের লিগে এখন পর্যন্ত ওবলাক যেখানে ২৪ ম্যাচে ১৬ গোল হজম করেছেন সেখানে কোর্তোয়ার জালে বল ঢুকেছে ২৫ ম্যাচে ২০ বার।
২৪ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। আর এক ম্যাচ বেশি খেলে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল।
তাদের সমান ২৫ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
-
৭২ ঘণ্টায় সুপার লিগ মৃতপ্রায়!
-
ইকার্দির হ্যাটট্রিকে ফরাসি কাপের সেমিতে পিএসজি
-
করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের ভালভেরদে
-
ছেলেদের ইউরোতে প্রথম নারী রেফারিও ফ্রাপা
-
কুমানের কণ্ঠেও সুপার লিগ ভাঙনের আভাস
-
সুপার লিগের শেষ দেখছেন ইউভেন্তুস প্রধান
-
সুপার লিগ: সরে দাঁড়াল আতলেতিকো-ইন্টারও
-
সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)