বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 04:13 PM BdST Updated: 03 Mar 2021 04:13 PM BdST
কোভিড-১৯ মহামারীর কঠিন পরিস্থিতিতে দলের খরচের সীমা বেঁধে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। নতুন নিয়মে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে খরচ কমাতে হবে প্রায় সাড়ে তিন কোটি ৫০ লাখ ইউরো করে।
খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও যুব দলের পেছনে ক্লাবগুলো বার্ষিক কত খরচ করতে পারবে, তার সীমা বছরে দুইবার প্রতি দলবদলের আগে প্রকাশ করা হয়।
হিসাবটা হয় বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার উল্লেখযোগ্য হারে কমেছে ক্লাবগুলোর আয়।
লিগ কর্তৃক আরোপিত খরচের সীমায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বার্সেলোনার ওপর। তিন কোটি ৫৭ লাখ ইউরো খরচ কমাতে হবে কাতালান দলটিকে। তাদের খরচের সীমা ৩৪ কোটি ৭০ লাখ ইউরো।
এবারের লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকোকে খরচ কমাতে হবে তিন কোটি ৫৪ লাখ ইউরো। তাদের খরচের সীমা ২১ কোটি ৭৩ লাখ ইউরো।
প্রতিযোগিতার ২০ দলের মধ্যে সবচেয়ে বেশি খরচ করতে পারবে রিয়াল মাদ্রিদ, ৪৭ কোটি ৩৩ লাখ ইউরো। আগামী আসরের আগে রিয়াল ছাড়া খরচ বাড়াতে পারবে কেবল গ্রানাদা, ওয়েস্কা ও সেল্তা ভিগো।
মহামারী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ায় ক্লাবগুলোর প্রশংসা করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ও দলবদলে লেনদেন কমে আসায় এসময় ক্লাবগুলি প্রায় ২০০ কোটি ইউরো কম আয় করেছে বলে জানান তিনি।
“কোভিড-১৯ পরিস্থিতি স্প্যানিশ ফুটবলকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। তবে এর শেষ হতে যাচ্ছে এবং কিছুটা ইতিবাচক দিকও চোখে পড়ছে।”
“২০০ কোটি ইউরো কম আয় হলেও ক্লাবগুলো, বিশেষ করে বড় ক্লাবগুলো খরচ কমিয়ে সঙ্কটময় পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়েছে।”
চলতি মৌসুমের শেষ দিকে মাঠে দর্শক ফেরার ব্যাপারে আশাবাদী তেবাস। তবে তা এপ্রিলের শেষভাগের আগে নয় বলেও জানান তিনি।
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?