ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 09:59 PM BdST Updated: 01 Mar 2021 09:59 PM BdST
-
নোভাক জোকোভিচ (ফাইল ছবি)
রজার ফেদেরারের সবচেয়ে বেশি সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড স্পর্শ করেছেন নোভাক জোকোভিচ।
পুরুষ এককে দুজনেরই শীর্ষে থাকার রেকর্ড এখন ৩১০ সপ্তাহ করে। আসছে সপ্তাহে রেকর্ডটা নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী জোকোভিচ।
গত মাসে মেলবোর্নে নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন এই সার্বিয়ান তারকা, যা তার অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ছেলেদের এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেবল ফেদেরার ও রাফায়েল নাদাল, ২০টি করে।
ইতিহাসের অংশ হওয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন জোকোভিচ।
“দীর্ঘ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার ঐতিহাসিক অর্জনের পর এটা আমার জন্য কিছুটা স্বস্তিরও বিষয় হতে যাচ্ছে। কারণ এখন আমি আমার সব মনোযোগ বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামের দিকে দিব।”
পঞ্চমবারের মতো তিনি শীর্ষে ওঠেন গত বছরের ৩ ফেব্রুয়ারি, নাদালকে সরিয়ে। এ নিয়ে ষষ্ঠবারের মতো শীর্ষে থেকে বছর শেষ করলেন তিনি-এক্ষেত্রে স্পর্শ করেছেন যুক্তরাষ্ট্রের গ্রেট পিট সাম্প্রাসের রেকর্ড।
সবচেয়ে বেশি সময় শীর্ষে থেকেছেন ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর সময়ের মধ্যে, ১২২ সপ্তাহ।
জোকোভিচের পয়েন্ট ১২ হাজার ৩০, দ্বিতীয় স্থানে থাকা নাদালের চেয়ে দুই হাজার পয়েন্ট বেশি। সাত হাজারের বেশি পয়েন্ট আর আছে কেবল দানিল মেদভেদেভ ও ডমিনিক টিমের।
তবে পুরষ ও নারী মিলে সবচেয়ে লম্বা সময় শীর্ষে থাকার রেকর্ড থেকে এখনও বেশ দূরে জোকোভিচ। মেয়েদের এককে রেকর্ড ৩৭৭ সপ্তাহ শীর্ষে ছিলেন স্টেফি গ্রাফ, ৩৩২ সপ্তাহ ছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা এবং ৩১৯ সপ্তাহ সেরেনা উইলিয়ামস।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ