‘ছন্দে ফিরতে আগুয়েরোর সময় প্রয়োজন’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 04:45 PM BdST Updated: 01 Mar 2021 04:45 PM BdST
-
ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সামনে এখন ছন্দে ফেরার চ্যালেঞ্জ।
চোট আর কোভিড-১৯ পরিস্থিতি মিলে গত এক বছরে অধিকাংশ সময় কেটেছে দলের বাইরে। ছন্দে ফিরতে তাই সের্হিও আগুয়েরোর সময় প্রয়োজন বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে দলের হয়ে মাত্র ১১ ম্যাচে মাঠে নেমেছেন আগুয়েরো। ক্লাবের রেকর্ড এই গোলদাতাকে (২৫৬ গোল) ছাড়াই অবশ্য দারুণ ছন্দে রয়েছে সিটি। চার মাস পর গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে প্রথম শুরুর একাদশে সুযোগ পান তিনি। ম্যাচটি ২-১ জেতে দলটি, সব প্রতিযোগিতা মিলে যা তাদের রেকর্ড ২০তম জয়।
তবে, এখনও তাকে দলের গুরুরত্বপূর্ণ সদস্য হিসেবেই বিবেচনা করছেন গুয়ার্দিওলা। ওয়েস্ট হ্যাম ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে এই মন্তব্য করেন তিনি।
“সের্হিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার বিশেষ প্রতিভা ও গুণ করেছে।”
“সামনে ঠাসা সূচিতে অনেক ম্যাচ রয়েছে। কঠিন পরিস্থিতিতে আমাদের যখন গোলের দরকার হবে, তখন তা পূরণে কে সবচেয়ে সেরা ব্যক্তি? সে (আগুয়েরো)।…তবে সে এক বছর পর ফিরছে এবং ছন্দ ফিরে পেতে তার সময় দরকার। এক বছরের এই সময়ে সে খুব কম ম্যাচ খেলেছে এরপর আবারও চোটে পড়েছে।”
একাদশে জায়গা ফিরে পেতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে লড়াই করতে হবে বলেও জানিয়ে দিলেন এই স্প্যানিয়ার্ড।
“প্রথম দিন থেকেই সে একটা বিষয় খুব ভালো করে জানে, যারা খেলছে তারা সবাই খেলার দাবি রাখে। বিষয়টা কেবল আগুয়েরোর জন্য প্রযোজ্য নয়, সবার জন্য। আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।”
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা ১২ পয়েন্টে এগিয়ে।
লিগে মঙ্গলবার সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।
-
মেসি-রোনালদোদের পাশে ফিফপ্রো
-
শেষে গিয়ে জয় হাতছাড়া লিভারপুলের
-
চ্যাম্পিয়ন্স লিগ শেষ রিয়াল, চেলসি, ম্যানসিটির?
-
সুপার লিগে সিটি-ইউনাইটেড, বিরুদ্ধে তাদের খেলোয়াড়
-
ইউরোপিয়ান সুপার লিগ ‘কৌতুকপূর্ণ এবং অনৈতিক’
-
পাল্টে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট
-
‘সুপার লিগে খেললে বন্ধ জাতীয় দলের দুয়ার’
-
‘বার্সা-রিয়াল ছেড়ে চলে এসো’
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের