করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন।
Published : 28 Feb 2021, 07:59 PM
গত শুক্রবার কোচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। রোববার শারীরিকভাবে অসুস্থ বোধ করায় হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী।
“কদিন আগে কোচের করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। আজ তিনি অসুস্থবোধ করছিলেন। তাকে পপুলার হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে কালকের চেয়ে তিনি এখন ভালো আছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।”