আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

বরাবরের মতো আক্রমণের পসরা মেলল বসুন্ধরা কিংস। অজেয় আবাহনী লিমিটেডের পাল্টা জবাব দেওয়া তো দূর অস্ত, খেই হারাল প্রথম গোল হজমের পরই। দুই অর্ধে আধিপত্যের ছড়ি ঘুরিয়ে জিতল অস্কার ব্রুসনের দল। লিগের মুকুট ধরে রাখার পথে এগিয়ে গেল আরও এক ধাপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 11:59 AM
Updated : 28 Feb 2021, 12:33 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৪-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

১১ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া আবাহনী ২২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা বসুন্ধরা কিংস নবম মিনিটে এগিয়ে যেতে পারত। রবসন দি সিলভা রবিনিয়োর কর্নারে খালেদ শাফিইয়ের হেড ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

পঞ্চদশ মিনিটে সুযোগ নষ্ট হয় আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ড্র করে আসা আবাহনীর। ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহোর ক্রসে কেরভেন্স ফিলস বেলফোর্ট হেড করার আগেই বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার।

চাপ ধরে রেখে ১৯তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডি-বক্সের ডান দিক থেকে রবিনিয়োর শট দূরের পোস্টে লেগে ফেরার পর রাউল অস্কার বেসেরা ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

শাফিইয়ের দারুণ গোলে ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। রবিনিয়োর কর্নারে ইরানের ডিফেন্ডারের ফ্লিক কাছের পোস্ট দিয়ে চোখের পলকে জাল খুঁজে পায়।

প্রথমার্ধের শেষ দিকে বসুন্ধরা কিংসকে চেপে ধরে আবাহনী। কিন্তু ৪৪তম মিনিটে জুয়েলের ক্রসে পা ছোঁয়াতে পারেননি ফিলহো। একটু পর সোহেল রানা দূরপাল্লার শটে চেষ্টা করেন, কিন্তু বল বাইরে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভার ফ্রি কিকে বেলফোর্টের ব্যাক হেড পোস্টে লেগে ফিরে। হতাশা বাড়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর।

নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় ৫১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। বেসেরার ছোট পাস ধরে জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস অনায়াসে লক্ষ্যভেদ করেন। রক্ষণে কোনো বাঁধার মুখেই পড়েননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে সতীর্থের ছোট কর্নারে ফের্নান্দেসের ক্রসে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন বেসেরা। আর্জেন্টিনা বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১১তম লিগ গোল।

৮১তম মিনিটে বেলফোর্টের স্পট কিকে ব্যবধান কমায় আবাহনী। বক্সে হাইতির এই ফরোয়ার্ডকে রিমন হোসেন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

পাঁচ মিনিট পর বেলফোর্টের শট পোস্টে লেগে ফিরে। এরপর দ্বীপক রায়ের ভলি উড়ে গেলে বসুন্ধরা কিংসের কাছে বড় হার নিশ্চিত হয়ে যায় আবাহনী।

লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারল আবাহনী।

দিনের অন্য ম্যাচে, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে জেতে উত্তর বারিধারা। ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটির পয়েন্ট ৯। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও চার হারে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ রাসেল।