শেখ রাসেলকে হারিয়ে দিল উত্তর বারিধারা

সবশেষ তিন লিগ ম্যাচে ছন্দহীন শেখ রাসেল ক্রীড়া চক্র বেরিয়ে আসতে পারেনি ব্যর্থতার বলয় থেকে। ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা এবার হেরে গেছে নিচের দিকে দল উত্তর বারিধারার কাছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 11:51 AM
Updated : 28 Feb 2021, 11:55 AM

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগে ২-১ গোলে জেতে উত্তর বারিধারা। ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পেল দলটি।

এই হারে শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল শেখ রাসেল; ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। এক জয় ও ছয় ড্রয়ে ৯ পয়েন্ট উত্তর বারিধারার।

শেষ তিন ম্যাচে দুই ড্র ও এক হার নিয়ে খেলতে নামা শেখ রাসেলের শুরুটা অবশ্য হয়েছিল আশা জাগানিয়া। পঞ্চদশ মিনিটে দলকে এগিয়ে নেন খন্দকার আশরাফুল ইসলাম।

মিশরের ডিফেন্ডার মাহমুদ সাইদ আব্দেল রহিম ৪৭তম মিনিটে উত্তর বারিধারাকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে ইভজেনি কোচনেভের বাড়ানো বল জালে জড়িয়ে উত্তর বারিধারাকে এগিয়ে নেন পাপন সিং। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।