আবারও সেভিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2021 04:09 PM BdST Updated: 28 Feb 2021 04:09 PM BdST
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে হেরে যাওয়ায় ফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে বার্সেলোনার জন্য। তবে তারা ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পাচ্ছে দলটির বিপক্ষে লিগ ম্যাচে জিতে। সবশেষ এই জয়ের অনুপ্রেরণায় সেভিয়াকে আবারও হারিয়ে স্প্যানিশ কাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শেষ চারের প্রথম পর্বে গত ১০ ফেব্রুয়ারি সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। কিন্তু গত শনিবার লা লিগায় ওই দলের মাঠেই আধিপত্য ধরে রেখে একই ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি।
আগামী বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে দুই দল। প্রথম পর্বের জয়ে অনেকটাই এগিয়ে সেভিয়া। আর বার্সেলোনার সঙ্গী আত্মবিশ্বাস।
শনিবার ম্যাচ শেষে কুমানের কণ্ঠে শোনা গেল জয়ের ধারা ধরে রেখে ফাইনালে ওঠার প্রত্যয়।
“অবশ্যই আমরা বিশ্বাস করি। এটাই আমাদের লক্ষ্য। তবে বুধবারের ম্যাচ ভিন্ন, কারণ তারা যে ভুল এবার করেছে তা পর্যালোচনা করবে।”
“তবে, অবশ্যই আমাদের একটা সুযোগ আছে। আমি কোপা ম্যাচকে বাড়তি গুরুত্ব দিব না। আমাদের জিততে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সব প্রতিযোগিতাতেই আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব।”
ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বার্সেলোনার পক্ষে থাকবে ঘরের মাঠে খেলার সুবিধা। কাম্প নউয়ে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল