এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2021 11:57 PM BdST Updated: 28 Feb 2021 12:11 AM BdST
হারের হতাশা পেছনে ফেলে এক ম্যাচ পর লিগ ওয়ানে জয়ের পথে ফিরেছে পিএসজি। দিজোঁকে উড়িয়ে লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠেছে মাওরিসিও পচেত্তিনোর দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার ৪-০ ব্যবধানে জেতে শিরোপাধারীরা। জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। মোইজে কিন ও দানিলো পেরেইরা করেন একটি করে গোল।
দুই দলের প্রথম দেখায় গত অক্টোবরে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল পিএসজি।

৩২তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সে স্বাগতিকদের এক মিডফিল্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
তিন মিনিট পর এমবাপের পাস থেকে বল জালে পাঠান ইউলিয়ান ড্রাক্সলার, কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।

৭৪তম মিনিটে আরও একবার বল জালে পাঠান ড্রাক্সলার, এবারও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
৮২তম মিনিটে দানিলোর গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় সফরকারীরা। ড্রাক্সলারের কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
২৭ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৫৭। ২৬ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিল। তাদের সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিঁও।
৫২ পয়েন্ট নিয়ে চারে মোনাকো।
-
ইকার্দির হ্যাটট্রিকে ফরাসি কাপের সেমিতে পিএসজি
-
করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের ভালভেরদে
-
ছেলেদের ইউরোতে প্রথম নারী রেফারিও ফ্রাপা
-
কুমানের কণ্ঠেও সুপার লিগ ভাঙনের আভাস
-
সুপার লিগের শেষ দেখছেন ইউভেন্তুস প্রধান
-
সুপার লিগ: সরে দাঁড়াল আতলেতিকো-ইন্টারও
-
সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
-
বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)